শুরুর ব্যর্থতাকে সঙ্গে নিয়েই আজ বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল। সেরা ক্রিকেট খেলে ইংল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ইংল্যান্ডের বিপক্ষে অন্য ফরম্যাটের বিশ্বকাপে খেলা হলেও টি-টোয়েন্টিতে কখনোই মুখোমুখি হয়নি বাংলাদেশ। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল।
তবুও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে আশাবাদী বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বোলিং কোচ ওটিস গিবসন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘ইংল্যান্ডের খুব ভালো ব্যাটিং লাইন। আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে, যদি ওদের চ্যালেঞ্জ জানাতে চাই বা জিততে চাই। আমরা টিম মিটিংয়ে এসব নিয়ে কথা বলেছি। আমরা যাই করব, সেটা নিখুঁত হতে হবে, নিজেদের ওপর আস্থা রাখতে হবে।’
বাংলাদেশ দলের প্রথম পর্বের শুরুটা হয় হতাশা দিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। মূল পর্বের শুরুটাও হয়েছে বাজেভাবে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশ বিশ্বকাপ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
ইংল্যান্ড বিশ্বকাপ দল : ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টিমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।