শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

আশার সলতে জ্বালিয়ে রাখতে চায় বাংলাদেশ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ২:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ২:৫৬ অপরাহ্ণ
আশার সলতে জ্বালিয়ে রাখতে চায় বাংলাদেশ

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় শেষ হয়ে গেছে, বাংলার সেমিফাইনাল স্বপ্নও। মাঠে বাজে পারফরম্যান্স, মাঠের বাইরে ক্রিকেটারদের বিতর্কিত সব মন্তব্য। তবু নিভু নিভু প্রদীপ পুরোপুরি না নেভার আগে শেষ দেখছে না বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিকাল ৪টায় মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেই লড়াইয়ে জিতে বাংলাদেশের চাওয়া, ‘সেমিফাইনাল আশা’র সলতে জ্বালিয়ে রাখা।

পরপর দুটি হারের পর সেমিফাইনাল স্বপ্ন আকাশ-কুসুম সম্ভাবনায় পরিণত হলেও, গতকাল বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে আবার আশারবাণী শুনিয়ে গেছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। দল এখনো সেমির স্বপ্ন দেখছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। আমাদের টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে থাকতে আমরা অনেকেই বলেছি, আমাদের আশা সেমিফাইনাল খেলা। কাল (আজ) জিতলে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে।’
বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি যত গুরুত্বপূর্ণ, ওয়েস্ট ইন্ডিজের জন্যও তাই। আসরে বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাতে এলেও, এখন সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ার শঙ্কায় আছে। আজ বাংলাদেশের কাছে হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে দলটির। জয়ের বিকল্প নেই তাই গেইল-পোলার্ডের সামনেও।

সম্পর্কিত পোস্ট