সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

আলমগীর আর নেই : মধ্যরাতের গুজব

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ৩:৫১ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ৩:৫১ অপরাহ্ণ
আলমগীর আর নেই : মধ্যরাতের গুজব

বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আলমগীর আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে এ অভিনেতা মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। তিনি বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তার পুরোটাই গুজব।

নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে আহত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন। ক্ষোভ প্রকাশ করে এই কণ্ঠশিল্পী বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুবই ব্যথিত।

সম্পর্কিত পোস্ট