প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ৮:০১ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ৮:০১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ‘শেখ রাসেল দিবস-২০২১’-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আর কোনো শিশুকে যেন রাসেলের ভাগ্যবরণ করতে না হয়, এই দেশে যেন ‘৭৫ এর মতো হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের পুনারাবৃত্তি না ঘটে’
প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি বাংলাদেশের মানুষের কাছে একটাই আহ্বান জানাবো, এই শিশুদের নিরাপত্তা দেওয়া, ভালবাসা দেওয়া, সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনকে সার্থক এবং অর্থবহ করা—এই কর্তব্য পালনই যেন সকলের আদর্শ হয়।’