বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আরব আমিরাত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী হাটহাজারীতে

প্রকাশ: ১৬ মে ২০২২ | ১২:৫৮ অপরাহ্ণ আপডেট: ১৬ মে ২০২২ | ১২:৫৮ অপরাহ্ণ
আরব আমিরাত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী হাটহাজারীতে

সংযুক্ত আরব আমিরাত সমিতির উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থানরত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মৃত প্রবাসীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

হাটহাজারী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ও সহ অর্থ সম্পাদক রুবেল পারভেজ সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী সমিতি ইউএই’র সহ-সভাপতি মনির আহমদ তালুকদার।

এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল আলম বাসেক, মুক্তার বেগম মুক্তা, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, কমিউনিটি নেতা শেখ মোহামুদ ইউসুফ, মির আহমদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, হাটহাজারীর সমিতি সংযুক্ত আরব আমিরাতের সহ সভাপতি আবুল বশর বাবলু, মইনু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম খোকন, সহ অর্থ সম্পাদক রুবেল পারভেজ সুমন, সহ শিক্ষা সম্পাদক মুহাম্মদ বেলাল, সদস্য মোরশেদ, আলি, জাবেদ, নুরুল ইসলাম প্রমুখ।

সবশেষে অতিথিরা হাটহাজারীর সমিতি সংযুক্ত আরব আমিরাতের সংগঠনের পক্ষ থেকে ধলই ইউনিয়নের প্রবাসী মৃত নুরুল আলম ও মধ্যম মাদার্শার মৃত সোলাইমানের পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন।

সম্পর্কিত পোস্ট