টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পানের হ্যাটট্রিকের পরও বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়েছে লঙ্কানরা। এ জয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা।
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় এশিয়ার চ্যাম্পিয়নরা। কুশল মেন্ডিসকে (১৮) ফিরিয়ে ৪২ রানে জুটি ভাঙেন আরিয়ান। ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে বড় জুটি গড়েন পাথুন নিশাঙ্কা। ধনাঞ্জয়া ৩৩ রানে আউট হন।
এরপর ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা ও অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম হ্যাটট্রিকটি করেন কার্তিক মেইয়াপ্পান। পাথুন নিশাঙ্কার ৭৪ রানে ৮ উইকেটে ১৫২ রান করে শ্রীলঙ্কা।
জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ৭৩ রানে আউট হয় সংযুক্ত আরব আমিরাত। সর্বোচ্চ ১৯ রান করে আয়ান আফজাল খান। এ ছাড়া জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে আসে ১৮ রান। লঙ্কানদের পক্ষে দুষ্মন্ত চামেরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি করে উইকেট নেন।