সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. জানে আলম (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশটির ফুজিরার বিধিয়া সবজি মার্কেটে যাওয়ার পথে এক মিশরী নাগরিকের গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
প্রবাসী মুহাম্মদ শফিউল আজম জানান, ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে নিজ কক্ষ থেকে ফুজিরার বিদিয়া সবজি মার্কেটে যাওয়ার পথে সানাইয়া রোডে রাস্তা পারাপারের সময় এক মিশরীর দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
প্রবাসী মুহাম্মদ জানে আলম, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফত নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ফতেপুর বানুর বাপের বাড়ির বাসিন্দা। স্ত্রী, এক পুত্র ও তিন কন্যার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।
জানে আলম ১৫ বছর ধরে ইউএইতে বসবাস করছিলেন ও বিল্ডিং মেইনটেনেন্সের কাজ করতেন। মরহুমের মরদেহ আমিরাতের খোরফাক্কান হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।