রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

আমিরাতে সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১ | ৬:১৯ অপরাহ্ণ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ | ৬:১৯ অপরাহ্ণ
আমিরাতে সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিবে আল জার্ফ মেডিকেল সেন্টার।

প্রতিষ্ঠানটির মার্কেটিং এক্সিকিউটিভ সুলতান আহমেদ বুলু জানান, আগামী এক সপ্তাহ মেডিকেল চেকআপ ও চর্ম রোগ (স্কিন স্পেশালিস্ট) বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সপ্তাহে শুক্রবার ব্যতিত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সেবা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, বিনামূল্যে সেবা পেতে প্রবাসীরা ইউনিভার্সিটি রোড আজমান (ট্রাফিক ডিপার্টমেন্ট) আল জার্ফ মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। ০০৯৭১৫৫৩২২১০৯৯ এই নম্বরে কল করেও বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত পোস্ট