চট্টগ্রামের উর্বর জনপদ রাউজান ও এই অঞ্চলের মানুষের পাশে থাকবে আল আইনস্থ রাউজান সমিতি। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সম্প্রতি এই সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় সংযুক্ত আরব আমিরাতের আল আইনে এই সমিতির কার্যক্রম শুরু হয়েছে।
সমিতির সদস্যরা জানান, এই সমিতি প্রবাসী রাউজানবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি রাউজানকে উন্নয়নের মডেল হিসেবে বিদেশের মাটিতে তারা উপস্থাপন করবে। রাউজান প্রবাসীদের নিরাপত্তা, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত উন্নয়নে উদ্বুদ্ধ করবে। সুখী-সমৃদ্ধ রাউজান গড়ার পথে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে একযোগে কাজ করবে। এ ছাড়া বিদেশের মাটিতে শৃঙ্খলা বজায় রাখা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রবাসে রাউজানবাসীদের পারস্পরিক সম্পর্কে সহনশীল ও শ্রদ্ধাবোধ জাগাতে কাজ করবে এই সমিতি।
এর আগে সমিতির কার্যক্রম শুরু করার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরীকে (এমপি) সমিতির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।
আল আইনের রাউজান প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ইউনুস মিয়া চৌধুরীকে আহবায়ক ও মোঃ মফিজুল হককে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে ব্যবসায়ী মোঃ সোলায়মান ও মোহাম্মদ আইয়ুবকে যুগ্ন আহবায়ক করা হয়।
এ ছাড়া আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ ফরিদ আহাম্মদ (সিআইপি), ব্যবসায়ী ফরিদ আহমেদ তালুকদার, শেখ আহমদ, আব্দুল হালিম, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ইরফানুল হক, ইকবাল হোসাইন, মোহাম্মদ রাশেদ, শাহাদাত হোসেন, কুতুবউদ্দিন, মোঃ গোফরান, আবু সৈয়দ, মোহাম্মদ সেলিম উল্লাহ, জাহেদ হোসেন (রাজু)।
শিগগিরই এ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের আহবায়ক ইউনুস মিয়া চৌধুরী।