সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

আমিরাতে রমজান উপলক্ষে​ পণ্যসামগ্রীতে বিশেষ ছাড়

প্রকাশ: ৫ এপ্রিল ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ
আমিরাতে রমজান উপলক্ষে​ পণ্যসামগ্রীতে বিশেষ ছাড়

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার ২ এপ্রিল হতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে আমিরাতের ব্যবসায়ীরা বেশির ভাগ পণ্যসামগ্রীতে দিয়েছেন ২৫% হতে ৭৫% পর্যন্ত বিশেষ ছাড়। বাদ পড়েনি ফল-মূল, শাক-সবজি, তরিতরকারি, পোশাক ও তৈজসপত্রসহ ব্যবহার্য পণ্যসামগ্রী। আমিরাত সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে স্থানীয়রাসহ প্রবাসীরাও এ বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ পাচ্ছেন।

রমজানের এ বরকতময় মাসকে সামনে রেখে প্রতিবছর আমিরাতের মার্কেটি, সুপার মার্কেট, হাইপার মার্কেট ও মলগুলোতে বিশেষ ছাড়ে জিনিসপত্র ও ভোগ্যপণ্য বিক্রি করা হয়।

এখানকার বড় বড় মার্কেটগুলোর​সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেটগুলোতেও​ বিশেষ ছাড় দিয়ে আসছেন দেশীয় ব্যবসায়ীরা। এতে বিক্রিতে বেশ সাফল্যও পেয়েছেন বলে জানান অনেক বাংলাদেশি ব্যবসায়ী।

সংযুক্ত আরব আমিরাতে​ শুধু রমজানে বা ঈদে না, নববর্ষ, জাতীয় দিবসসহ​ যেকোনো বিশেষ দিবস বা দিনকে সামনে রেখে এখানকার মার্কেট বা বিপণিগুলোতে রাখা হয় বিশেষ মূল্য ছাড়। ​এখানে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই ব্যবসায়ীদের।

সিন্ডিকেট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যাবসায়িক ক্ষেত্রে আমিরাতকে অনুসরণ ও অনুকরণ করে রমজানসহ যেকোনো বিশেষ দিনে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করার জন্য দেশের সরকার ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতে অবস্থানরত বিভিন্ন পেশার প্রবাসীরা জানান, আমিরাতের ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসার চেয়েও মানুষকে সেবা দেওয়াটাকেই প্রধান্য দেন।

সংলাপ-০৫/০৪/০০৬/আ/আ

সম্পর্কিত পোস্ট