সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার ২ এপ্রিল হতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে আমিরাতের ব্যবসায়ীরা বেশির ভাগ পণ্যসামগ্রীতে দিয়েছেন ২৫% হতে ৭৫% পর্যন্ত বিশেষ ছাড়। বাদ পড়েনি ফল-মূল, শাক-সবজি, তরিতরকারি, পোশাক ও তৈজসপত্রসহ ব্যবহার্য পণ্যসামগ্রী। আমিরাত সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে স্থানীয়রাসহ প্রবাসীরাও এ বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ পাচ্ছেন।
রমজানের এ বরকতময় মাসকে সামনে রেখে প্রতিবছর আমিরাতের মার্কেটি, সুপার মার্কেট, হাইপার মার্কেট ও মলগুলোতে বিশেষ ছাড়ে জিনিসপত্র ও ভোগ্যপণ্য বিক্রি করা হয়।
এখানকার বড় বড় মার্কেটগুলোরসঙ্গে বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেটগুলোতেও বিশেষ ছাড় দিয়ে আসছেন দেশীয় ব্যবসায়ীরা। এতে বিক্রিতে বেশ সাফল্যও পেয়েছেন বলে জানান অনেক বাংলাদেশি ব্যবসায়ী।
সংযুক্ত আরব আমিরাতে শুধু রমজানে বা ঈদে না, নববর্ষ, জাতীয় দিবসসহ যেকোনো বিশেষ দিবস বা দিনকে সামনে রেখে এখানকার মার্কেট বা বিপণিগুলোতে রাখা হয় বিশেষ মূল্য ছাড়। এখানে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই ব্যবসায়ীদের।
সিন্ডিকেট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যাবসায়িক ক্ষেত্রে আমিরাতকে অনুসরণ ও অনুকরণ করে রমজানসহ যেকোনো বিশেষ দিনে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করার জন্য দেশের সরকার ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতে অবস্থানরত বিভিন্ন পেশার প্রবাসীরা জানান, আমিরাতের ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসার চেয়েও মানুষকে সেবা দেওয়াটাকেই প্রধান্য দেন।
সংলাপ-০৫/০৪/০০৬/আ/আ