শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

আমিরাতে ভারী বৃষ্টি, তলিয়ে গেছে পথঘাট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ৪:৩৩ অপরাহ্ণ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ | ৪:৩৪ অপরাহ্ণ
আমিরাতে ভারী বৃষ্টি, তলিয়ে গেছে পথঘাট

নিজস্ব প্রতিবেদক: ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সড়ক ও এলাকা। বৃষ্টিতে দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকেই দুবাই, শারজাহ ও আজমানসহ প্রায় সব জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়। দুবাই ইনভেস্টমেন্ট পার্ক (ডিআইপি), আল বারশা, নাদ আল শেবা, সিলিকন ওয়েসিস, বিজনেস বে, জুমাইরাহ এবং আশপাশের এলাকাসহ দুবাইয়ের অনেক অংশে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে।

ভারী বর্ষণে রাস্তাঘাটে পানি জমে যাওয়ার পাশাপাশি বিমান ও যান চলাচল ব্যাহত হয়। দুবাই পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৬টায় আকস্মিক বন্যার আশঙ্কায় জনসাধারণকে সৈকত এলাকা ত্যাগ করার নির্দেশনা জারি করে এবং গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির হলুদ ও কমলা সতর্কতা জারি করে।

দেশটির আবহাওয়া অফিস জানায়, আবুধাবি ও ফুজাইরার কিছু অংশেও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এবং আমিরাত জুড়ে আরও বৃষ্টি হতে পারে। শনিবার বিকেল ৫টা পর্যন্ত এভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের মধ্যে আবহাওয়া আর্দ্র থাকবে এবং কিছু এলাকায় কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হালকা থেকে মাঝারি বাতাস বইতে পারে বলে আশা করা হচ্ছে। দেশের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এবং অভ্যন্তরীণ অঞ্চলে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে জানায় আবহাওয়া অফিস।

সম্পর্কিত পোস্ট