মহান বিজয় দিবস উপলক্ষে দুবাই ড্রাগন মার্ট “কিং স্টার ক্রিকেট ক্লাব” এর উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ও প্রবাসী মিলনমেলা আয়োজন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বুধবার (১৫ ডিসেম্বর) রাতে দেশটির শারজা প্রদেশের আল মাদাম স্টোডিয়াম আয়োজিত ক্রিকেট ম্যাচে অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণ করে এ সময় সবাই সমস্বরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
এতে ড্রাগন মার্ট কিং স্টার নামের সংগঠনের খেলায়াড়রা কিং স্টার ও সুপার ফাইটার দলে ভাগ হয়ে খেলাটিতে অংশ নেন।
নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ২০৮ রান তুলতে সক্ষম হয় কিং স্টার ক্রিকেট ক্লাব।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ সুপার ফাইটার ক্লাব নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটের বিনিময়ে ১৯০ রান তুলতে সক্ষম হয়। এতে কিং স্টার ক্রিকেট ক্লাব ১৮ রানে জয় নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলা শেষে সংক্ষিপ্ত আকারে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কিং স্টার ক্লাবের সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মাহফুজ এবং সেরা বোলিং এর মোহাম্মদ আরমান।
অতিথি হিসেবে বাংলাদেশ ব্যবসায়ী সমিতি ড্রাগন মার্ট এর আহ্বায়ক জসিম উদ্দীন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুদূর মরুর প্রান্তে প্রবাসের মাঠি হতে, আমাদের বাংলাদেশের উদয়মান তরুন প্রবাসী ভাইয়েরা আজকের এই মহান বিজয় দিবসকে ভুলেনি বাংলাদেশকে ভুলেনি। বাংলাদেশের এই রক্তে অর্জিত স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে। আজকের এই কর্ম দিবসের পরে যে আয়োজন করে বিজয় দিবসকে আরো উৎফুল্ল আনন্দিত করেছেন এবং প্রবাসীর মাঠিতে ছড়িয়ে দিয়েছেন বিজয়ের আনন্দ।
এতে আয়োজক কমিটির পরিচালক মহররম আলী মজুমদার বলেন, “কিং স্টার” আয়োজন কমিটির লক্ষ্য মরুর বুকে লক্ষ্য শহীদের রক্তে জড়িয়ে আমাদের এই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকল প্রবাসীরা বিশেষ করে ড্রাগন মার্ট প্রবাসীরা এই মহৎ উদ্যোগ নিয়েছে। আজকের এই বিজয়ের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল শহীদদের। আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক ও খেলোয়াড় বৃন্দের প্রতি।
তিনি বলেন, আমরা চাই এই মরুভুমির বুকে ও সারা বিশ্বে দেশের পতাকাকে সামনে এগিয়ে নিতে এবং প্রবাসী রেমিট্যান্স মাধ্যমে আমাদের দেশকে আরো সুন্দর ও সার্থক করে তুলতে পারি। আজকের এই বিজয়ের দিনে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত আয়োজকের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।