সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি শাখা কমিটির নামে বাণিজ্য ও অসাংগঠনিক কার্যকলাপেরও অভিযোগ তুলেন সংগঠনের নেতারা।
গত বৃহস্পতিবার দেশটির মুসাফফায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় এসব অভিযোগ উপস্থাপন করেন স্থানীয় বিএনপি নেতারা।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপির সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকের হোসেনে খতিব। মুছা আল মাহমুদ চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবুল বশর বাবুল। প্রধান বক্তা ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ জাবেদ, সাকাওয়াত হোসেন বকুল, মোহাম্মদ আলী সুমন, আতাউর রহমান মামুন,
নুরুল হুদা বাবুল, সরুয়ার আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, আমিরাতে বিএনপির শাখা কমিটির নামে বাণিজ্য চলছে, ফরম বিক্রির টাকা আত্মাসাৎ করছে কিছু নেতা। এসব অসাংগঠনিক কার্যক্রম।
বক্তারা চলমান কমিটির মেয়াদ উর্ত্তীণ হযে যাওয়ায় সেই কমিটি বিলুপ্ত করে দুর্নীতিমুক্ত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণারও দাবি জানান।