বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার শারজা বারকোড রেস্টুরেন্ট হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিনী মিসেস আবিদা হোসেন।
লিজা হোসেনের সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য রাখেন লাবণ্য আদিল, পারভীন জলি, নিশাত জাহান চৌধুরী নিশু, জাহিদা জাবিন, শারমিন রাখি, নওরীন রিম, তাকিয়া জাহান, নাজমা সুলতানা, সাথী আলি, ঈশিকা মাজহার, মোহসেনা তানিয়া, লিমা আকতার, রুমা হাসান প্রমুখ।
অতিথিরা বলেন, বাংলাদেশি হয়েও বিদেশের মাটিতে নারীরা সংঘবদ্ধ রয়েছেন এটি অত্যন্ত ইতিবাচক। এমন একটি অবস্থান থেকে নারীদের ঐক্যবদ্ধ থাকা, বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠান পালন করা, বড় আয়োজনে অংশগ্রহণ করা আনন্দের। এভাবে পরবাসে নিজের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়।
এসময় আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমা থেকে আগত সদস্যরা উপস্থিত ছিলেন।