রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

আমিরাতে প্রবাসীদের ই-পাসপোর্ট পেতে বিড়ম্বনা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ৯:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ | ১০:২৬ অপরাহ্ণ
আমিরাতে প্রবাসীদের ই-পাসপোর্ট পেতে বিড়ম্বনা

আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট প্রাপ্তিতে নতুন বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। গত দু’মাস ধরে জন্ম সনদ দিয়ে ই-পাসপোর্টের আবেদন করা অনেকের আবেদন দুবাই কনস্যুলেটে ফেরত আসছে। এর ফলে ভুক্তভোগীরা প্রতিদিন কনস্যুলেটে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সিলেটের মাসুদুর রহমান বলেন, দুই মাস আগে জন্ম সনদ দিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম। বৃহস্পতিবার কনস্যুলেটে গিয়ে শুনি, আমার আবেদন ফেরত এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, আমি প্রবাসী, আমার এনআইডি নেই। এখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অথচ পাসপোর্ট আটকে গেছে। কনস্যুলেট থেকে আমাকে এমআরপি করার জন্য বলা হয়েছে, যা আসতে প্রায় তিন মাস লাগবে।

চট্টগ্রামের মুহাম্মদ নাজমুল হকও একই সমস্যার শিকার। তিনি জানান, আমি জন্ম সনদ দিয়ে আবেদন করেছিলাম। আজ জানানো হলো, এনআইডি ছাড়া ই-পাসপোর্ট হবে না।

এ বিষয়ে কনস্যুলেটের পাসপোর্ট সচিবের সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া মিলেনি।

প্রসঙ্গত, বাংলাদেশের পাসপোর্ট সেবা বিভাগ ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে এনআইডি-ভিত্তিক আবেদন প্রক্রিয়ার নির্দেশনা দিয়েছে। অথচ ২০১৯ সালে বলা হয়েছিল, বিদেশে বাংলাদেশ মিশনে অনলাইন জন্মনিবন্ধন সনদ গ্রহণযোগ্য। এই পরিপ্রেক্ষিতে, আমিরাতের আবুধাবি ও দুবাই কনস্যুলেটে ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রায় ৬০ হাজার ই-পাসপোর্ট ইস্যু হয়েছে।

নতুন আইন অনুযায়ী, নামের একটি অংশ থাকলে ভিসা নবায়ন বন্ধ করা হচ্ছে। এর ফলে হাজার হাজার প্রবাসীর ভিসা নবায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা রেমিট্যান্স প্রবাহেও প্রভাব ফেলতে পারে। প্রবাসীরা জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট