সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাধারণ ক্ষমার আবেদনকারীদের জন্য পাসপোর্ট বৈধ হওয়ার সময় কমা এবং এক্সিট পারমিটের মেয়াদ বৃদ্ধিসহ ৩ সুখবর দিয়েছে দেশটির আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) আইসিপি সাধারণ ক্ষমার আবেদনকারীদের জন্য কিছু নিয়ম শিথিলের ঘোষণা দিয়েছে। খবর খালিজ টাইমসের।
আইসিপি জানিয়েছে, সাধারণ ক্ষমাপ্রাপ্তরা এখন থেকে আমিরাত ছেড়ে যাওয়ার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় পাবেন। যা আগে পারমিট পাওয়ার পরবর্তী ১৪ দিন ছিলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীরা এখন ক্ষমা পাওয়ার পর আমিরাত ছাড়ার জন্য আরও প্রায় ১৭ দিন অতিরিক্ত সময় পাচ্ছেন।
এদিকে সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের। পাসপোর্ট বৈধ হওয়ার জন্য আগে কমপক্ষে ৬ মাসের মেয়াদ দরকার ছিলো। তবে গত ২৪ সেপ্টেম্বরের এক সিদ্ধান্ত অনুযায়ী এই সময় ৫ মাস করা হয়েছে।
এ ছাড়া আবুধাবিতে অবস্থানরতদের স্বাস্থ্য বীমা জরিমানা মওকুফ করা হচ্ছে। তবে কেবল যারা সাধারণ ক্ষমা পেয়েছেন এবং আমিরাতে থাকতে ইচ্ছুক তারাই এই সুযোগ পাবেন। আর এরজন্য প্রবাসীদের সকল নথিসহ সংশ্লিষ্ট দপ্তর বরাবর আবেদন করতে হবে।
আবুধাবিস্থ স্বাস্থ্য অধিদফতরের হেলথ কেয়ার ফাইন্যান্সিং প্রোভাইডার সেক্টরের নির্বাহী পরিচালক বিনা আল আওয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি, ক্ষমাপ্রাপ্তদের এই সুবিধা নিতে আবেদনের আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে আমিরাতে চলছে ২ মাসের সাধারণ ক্ষমা। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সাধারণ ক্ষমার আওতায় যারা পূর্বে আমিরাতে রেসিডেন্সি ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমিরাত ছাড়তে পারবেন। এ ছাড়া ভিসা সংক্রান্ত সমস্যা সমাধান করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।