পবিত্র রমজান উপলক্ষে আমিরাতে বসবাসরত বাংলাদেশি শিশুকিশোরদের নিয়ে বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ আয়োজন করেছে তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা। শনিবার শারজায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মুহাম্মাদ ইছমাইল ও তরিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় হাফেজ মারুফ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে নিযুক্ত প্রথম সচিব মোহাম্মদ কাজী ফয়সাল তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি এই প্রতিযোগিতার প্রশংসা করেন। প্রতিযোগীরা যাতে সঠিক মূল্যায়ন পায় সেজন্য বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি বলেন, শিশু প্রতিযোগীদের অংশগ্রহণ সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে।
সভাপতির বক্তব্যে বিজনেস ফোরাম সভাপতি কামাল হোসেন বলেন, আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ প্রতিষ্ঠার পর ২০১৫ ও ২০১৮ সালে রমজানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বৈশ্বিক মহামারীর কারণে বিগত বছরগুলোতে নিয়মিত আয়োজন করা যায়নি। এবার পুনরায় এই প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে ইসলামী সংস্কৃতিতে আকৃষ্ট করতে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এবারের প্রতিযোগিতায় ৫ থেকে ১৩ বছর বয়সীরা ৩ বিভাগে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১ম দিন ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বাকী পর্বগুলো আমিরাত সংবাদের অনলাইন লাইভে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক জাফর চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওবাইদুল হক ও তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার যুগ্ম আহবায়ক কাজী ইসমাইল।
আলোচনা করেন বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি আলহাজ্ব এম এ বাশার, সাংবাদিক শিবলী আল সাদিক, সাংবাদিক সিরাজুল হক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিজনেস ফোরাম সহ সভাপতি মিহির বাগ্রোনোরা, সিনিয়র সহসভাপতি মনছুর মোহাম্মদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মনোয়ার, বিজনেস ফোরাম উপদেষ্টা আজগর চৌধুরী, জসিম উদ্দিন মল্লিক, মোহাম্মেদ ইয়াহিয়া, কমিনিটি নেতা মাওলানা ওমর ফারুক, মোঃ বুলবুল আহমেদ মুকুল।