শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ১০ জুন ২০২৪ | ১:৩২ অপরাহ্ণ আপডেট: ১০ জুন ২০২৪ | ১:৩২ অপরাহ্ণ
আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ শাহজাহান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের বাড়ি মৃত্যু নুরুল ইসলামের ছেলে।

শনিবার (৮ জুন) দুপুর ২টায় শারজাহ আল-কাসীমি হসপিটাল তার মৃত্যু হয়। ৩ বছর আগে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

তার চাচাতো ভাই শাফাত উদ্দিন জানান, দেশিটিতে আসার পর থেকে একটি গ্রোসারি সুপার শপে চাকরি করতেন। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে অসুস্থ আরও খারাপের দিকে গেলে গত শক্রবার আল-কাসীমি হসপিটাল ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাতে আইসিইউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবারে দুপুরে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, বেশ কদিন ধরে দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মশাবাহিত এ রোগটি। এরই মধ্যে এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ বসবাসের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ করা করছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দরা।

সম্পর্কিত পোস্ট