সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি উদ্যোগে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ও আপদকালীন সহযোগিতা নিয়ে কাজ করছে একাধিক সামাজিক সংগঠন। যারা দেশে এবং প্রবাসে নিজ দেশের মানুষদের সাহায্য সহযোগিতার ব্রত নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তন্মধ্যে অন্যতম চট্টগ্রাম সমিতি৷ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতেও রয়েছে তাদের একটি শাখা। যেখান থেকে অসহায় প্রবাসী বাংলাদেশী পরিবারকে সহায়তা প্রদান, তাদের দেশে ফিরতে বিমান ভাড়া প্রদান, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান, দুস্থ-ছিন্নমূল মানুষকে সহযোগিতা এবং বন্যা দুর্গতদেরকে ত্রাণ সামগ্রী প্রদানসহ বহুমুখী উদ্যোগ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি৷ আগামীতে আরও নতুন নতুন কর্মসূচি হাতে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।
সামাজিক ভাবে এমন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল। পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে এক ইফতার মাহফিলে এসব কথা জানানো হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত আল হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে এ আয়োজন করা হয়।
চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের আহ্বায়ক জাগির হোসেন চৌধুরী ছট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
সংগঠনটির সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএই) এর ভাইস প্রেসিডেন্ট আয়ুব আলী বাবুল, ভাইস প্রেসিডেন্ট রাজা মল্লিক, বাংলাদেশ সমিতি-শারজার সিনিয়র সহসভাপতি ইসমাইল গণী চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ মাকসুদ, কমিউনিটি নেতা প্রকৌশলী এসএ মোরশেদ চৌধুরী, আরব আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আনসারুল হক ও বাংলাদেশ স্কুলের সভাপতি তাজ উদ্দীন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দীন তৈয়বী।