কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিক্ষোভ করায় দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি প্রবাসীর বিষয়ে আগামীর সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
বুধবার (৭ আগস্ট) ফেসবুকে এক পোস্ট দিয়ে এই দাবি জানান তিনি।
ফেসবুকে তিনি লিখেন, আরব আমিরাতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশীদের ছাড়িয়ে আনার ক্ষেত্রে আগামীর সরকারকে ব্যবস্থা নিতে হবে। আরব আমিরাত যদি তাদের রাখতে না চায় তাহলে তাদের দেশে সন্মানজনক কর্মসংস্থান করতে হবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন শুরুর পর বিভিন্ন দেশে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন প্রবাসীরা। গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভ হয়। নিয়ম ভেঙে সেখানে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।