রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

আমিরাতে কিছু স্থানে মাস্ক ব্যবহারে শিথিলতা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৩:০৭ পূর্বাহ্ণ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৩:০৮ পূর্বাহ্ণ
আমিরাতে কিছু স্থানে মাস্ক ব্যবহারে শিথিলতা

সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে কিছু সংখ্যক জায়গা মাস্ক ব্যবহার করার প্রযোজন হবে না। তবে এসব স্থান ছাড়া অন্য সর্বত্রই মাস্কের ব্যবহার বলবৎ থাকবে। মাস্ক ব্যবহার না করলে সেসব স্থানে পূর্বের মত জরিমানার বিধান কার্যকর থাকবে।

করোনার প্রাদুর্ভাবে গত ১৮ মাস পূর্বে সংযুক্ত আরব আমিরাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। সংক্রমণ বৃদ্ধির প্রথম থেকে জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে কভিড-১৯ সুরক্ষায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। করোনার সংক্রমণ কমে আসায় গত বুধবার থেকে কিছু কিছু স্থানে মাস্কের ব্যবহার শিথিল করা হয়েছে।

দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টারস ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে এখন থেকে মাস্ক ব্যবহারের প্রয়োজন হবে না। তন্মধ্যে আবাসিক এলাকায় শরীর চর্চা করা সময়, একই পরিবারের সদস্যরা গাড়িতে বসলে, সেলুন-বিউটি পার্লার, ও বিচে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে এসব স্থানে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।


বিবৃতিতে আরও জানানো হয়, যদি কেউ একা বসে থাকেন তবে তার ক্ষেত্রেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়।

সম্পর্কিত পোস্ট