মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

আমিরাতে আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

প্রকাশ: ১ মার্চ ২০২২ | ১২:৫১ পূর্বাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২২ | ১২:৫১ পূর্বাহ্ণ
আমিরাতে আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মূল্য নির্ধারণ কমিটি ঘোষণা দিয়েছিল চলতি বছরের মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম বাড়বে সর্বোচ্চ ৩০ ফিলস পর্যন্ত। এবার সেই ঘোষণার চূড়ান্ত বাস্তবায়ন দেখতে যাচ্ছে আমিরাতবাসী।

দেশটির জ্বালানি তেলের মূল্য নির্ধারণ কমিটির তথ্য মতে, পেট্রোলের দাম লিটার প্রতি তিন দেরহাম অতিক্রম করেছে। শ্রেণী ভেদে চলতি বছরের মার্চে দাম বেড়ে প্রতি লিটার সুপার-৯৮ পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৩.২৩ দিরহাম, যা ফেব্রুয়ারিতে ছিল ২.৯৪ দেরহাম। দাম বেড়েছে ২৯ ফিলস। স্পেশাল-৯৫ পেট্রোলের সর্বশেষ দাম ছিল প্রতি লিটার ২.৮২ দিরহাম। মার্চে দাম বেড়ে হচ্ছে ৩.১২ দিরহাম। দাম বেড়েছে ৩০ ফিলস। ই-প্লাস ৯১ পেট্রোলের দাম ছিল ২.৭৫ দিরহাম প্রতি লিটার। মার্চে যা বেড়ে দাঁড়িয়েছে ৩.০৫ দিরহাম। এটিরও দাম বেড়েছে ৩০ ফিলস। ফেব্রুয়ারিতে যেখানে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ২.৮৮ দিরহাম। এবার ৩১ ফিলস বাড়িয়ে করা হয়েছে ৩.১৯ দিরহাম।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে এবার ‘ফুল ট্যাঙ্ক’ তেল কিনতে খরচ করতে হবে ১৬০ থেকে ২৪০ দিরহাম।

৫১ লিটার জ্বালানি ধারণক্ষমতার কমপ্যাক্ট গাড়ির ‘ফুল ট্যাঙ্ক’ সুপার-৯৮ মানের পেট্রোল কিনতে প্রায় ১৬৫ দিরহাম খরচা করতে হবে। যার সর্বশেষ মূল্য ছিল ১৫০ দিরহাম। স্পেশাল-৯৫ পেট্রোলের নতুন মূল্য ১৫৯.১২ দিরহাম। সর্বশেষ মূল্য ১৪৪ দিরহাম প্রায়। ই-প্লাস পেট্রোলের বর্তমান মূল্য ১৫৫.৫৫ দিরহাম। আগের মূল্য ১৪০.২৫ দিরহাম।

সেডান ৬২ লিটার ধারণ ক্ষমতার গাড়ির জন্য খরচটা আরও বেশি। সুপার-৯৮ পেট্রোলের নতুন মূল্য ২০০.২৬ দিরহাম। পূর্বের মূল্য ১৮২.২৮ দিরহাম। স্পেশাল ৯৫ পেট্রোলের নতুন মূল্য ১৯৩.৪৪ দিরহাম। পূর্বে ছিল ১৭৪.৮৪ দিরহাম। ই-প্লাসের জন্য গুনতে হবে ১৮৯.০১ দিরহাম। পূর্বে যা ছিল ১৭০.০৫ দিরহাম।

এসইউভি ৭৪ লিটার ধারণক্ষমতার গাড়ির জন্য খরচটা আরও বেশি হওয়া স্বাভাবিক। সুপার-৯৮ পেট্রোলে ফুল ট্যাঙ্ক করতে গুনতে হবে ২৩৯.০২ দিরহাম। পূর্ব মূল্য ২১৭.৫৬ দিরহাম। স্পেশাল ৯৫ পেট্রোলের নতুন দাম ২৩০.৮৮ দিরহাম। পূর্বে যেখানে খরচ হতো ২০৮.৬৮ দিরহাম। এছাড়া ই-প্লাসের জন্য গুনতে হবে ২২৫.০৭ দিরহাম। যা আগে ছিল ২০৩.০৫ দিরহাম।

সংলাপ ২৮/০২/০০৩ হাসান

সম্পর্কিত পোস্ট