পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী করেছে বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখা। ঈদের দিন সন্ধ্যায় শারজাহ আবু সাগারার মজলিশ আল মদিনা রেস্টুরেন্ট হলরুমে এ আয়োজন করা হয়।
আনজুমনে নওজোয়ান সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা আবু সালেহ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়েল ফুড, সংযুক্ত আরব আমিরাত ও বনফুল দুবাইয়ের পরিচালক কায়ছার হামিদ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির আরব আমিরাত শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আলী আকবর হুসাইন, উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল আজিজ, সহ সভাপতি শাহিন তালুকদার।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বক্করের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আনজুমনে নওজোয়ান সংযুক্ত আরব আমিরাত শাখার সহ সভাপতি সেলিম উদ্দীন সাহেব।
বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নঈম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ উসমান, কার্যকরী সদস্য মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলী সুমন প্রমুখ।