সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ
আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন। এক টুইটারের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে তামিম ইকবাল ছাড়া রয়েছে ইংল্যান্ডের জেমস ভিন্স, জেসন রয়।

এর আগে ২০১৭ সালে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আবুধাবি টি-টেন লিগের যাত্রা শুরু করেন। প্রথম আসরেই দল পেয়েছেন একমাত্র বাংলাদেশি তামিম ইকবাল। তখন তামিম খেলেছেন পাখতুনসের হয়ে। তিন ম্যাচে ১৭৬.০৯ স্ট্রাইকরেট ও ৪০.৫০ গড়ে ৮১ রান করেন তিনি। সাথে ছিলো একটি ফিফটিও।

আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফট। এছাড়াও নাম লিখিয়েছেন, ইংল্যান্ডের ডেভিড মালান ও রবি বোপারা, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসরে গেছেন বাঁহাতি এই ওপেনার। বর্তমানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন তামিম।

সম্পর্কিত পোস্ট