শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

আবুধাবিতে বাংলাদেশি তরুণদের রক্তদান কর্মসূচি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৩:০১ পূর্বাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ
আবুধাবিতে বাংলাদেশি তরুণদের রক্তদান কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে কিছু বাংলাদেশি তরুণ। ‘এসএসসি ০২ ও এইচএসসি ০৪ বাংলাদেশ’ সংগঠনের ব্যানারে এই আয়োজনে অংশ নেয় তারা।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্যোক্তারা জানায়, এটি আমিরাতে তাদের ৪র্থ কর্মসূচি। প্রতিবছর ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করছে তারা।

এবারের আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে আবুধাবি ব্লাড ব্যাংড ও সিয়াম হলিডেস ট্যুরিজম এলএলসি।

সংগঠনের সদস্য ইয়াসিন আরাফাত সোহাগ জানায়, আবুধাবি ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দিতে নিবন্ধন করেন ৩১জন সদস্য। তবে বিভিন্ন কারণে ৬ জনের রক্ত সংগ্রহ করা যায়নি। এইদিন ২৫ জন সদস্য এক ব্যাগ করে রক্তদান করেছেন।

সদস্য নুর জাহেদ বলেন, করোনার মহামারির কারণে বড় আয়োজন সম্ভব না হলেও স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারীদের উপস্থিতি আমাদের হতাশ করেনি। আগামীতে আরো বড় আয়োজন করা হবে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এই ক্ষুদ্র প্রয়াসে যারা অংশ নিছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।

সম্পর্কিত পোস্ট