মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

আবুতোরাব ফাজিল মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ৯ মার্চ ২০২২ | ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২২ | ৭:৫৪ অপরাহ্ণ
আবুতোরাব ফাজিল মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের স্বনামধন্য ইসলামী বিদ্যাপীঠ আবুতোরাব ফাজিল মাদ্রাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা এবং বিকাল থেকে মাদরাসার প্রাঙ্গণে দেশের স্বনামধন্য আলেমদের কণ্ঠে কোরআন হাদিস থেকে আলোচনা শুরু হয় মধ্যরাত অবধি।

মাদ্রাসা গর্ভনিং কমিটির সভাপতি এম. জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে তাফসির আনেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও ইসলামী ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার।

এসময় তিনি একজন মানুষের জীবন ধারায় কোরআনের প্রয়োজনীতা উপস্থিত শ্রোতেদের সামনে কোরআন ও হাদীসের দলিল দিয়ে উপস্থাপন করেন।

বিশেষ আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদিউল আলম সরকার এবং ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার প্রধার ফকিহ্ মাওলানা আব্দুল হান্নান সহ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক আবুল হোসেন বাবুল প্রমুখ।

সংলাপ /০৩/০৯/০১২ আ/আ

সম্পর্কিত পোস্ট