সয়াবিন সহ যাবতীয় ভোজ্য তেলের দাম আরও এক দফা বাড়ানোর প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখিয়ে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো প্রস্তাব পাঠানো হয়। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপণ্য মজুত পরিস্থিতি, আমদানি, দাম নির্ধারণ সংক্রান্ত বৈঠকে প্রতিলিটার বোতলজাত সয়াবিন ১৬০ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৩৬ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান। এতে আগের বেধে দেওয়া বাজারমূল্যের চেয়ে প্রতিলিটার বোতলজাত ও খোলা সয়াবিনের দাম সাত টাকা বাড়ানোর প্রস্তাব করা হল। তবে ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো আরও বেশি বাড়ানোর প্রস্তাব করেছিল । তবে গত কয়েক সপ্তাহ থেকেই বাজারে আগের বেধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দরে বিক্রি হচ্ছিল ভোজ্যতেল।
রোববার বৈঠক শেষে ভোজ্যতেলের দামের বিষয়ে আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, “ওনাদের (বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন) প্রস্তাব ছিল বোতলজাত কেজিপ্রতি তেল ১৬৮ টাকা করার।