শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

আফ্রিকায় শ্বাসরোধ করে এক বাংলাদেশীকে হত্যা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ণ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১:১৭ পূর্বাহ্ণ
আফ্রিকায় শ্বাসরোধ করে এক বাংলাদেশীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে নুরে আলম ভুট্টু নামের এক বাংলাদেশী যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় আনুমানিক সকাল দশটার দিকে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল শহরে নিহতের ব্যবসা প্রতিষ্ঠানে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নুরে আলম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত দক্ষিন আফ্রিকার মাটাটিয়াল শহরে ব্যবসা করে আসছেন বলে জানিয়েছে তার স্বজন ও সেখানকার বাংলাদেশি কমিউনিটি।

সেখানকার বাংলাদেশির জানায়, শুক্রবার আলম তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থা করছিলেন। এসময় স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন তাকে একা পেয়ে ঝাপটে ধরে শ্বাসরোধ করে হত্যাকরে দোকানের মালামাল এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় বাংলাদেশি যুবকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দু’জন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট