বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

আফগানিস্তান ও ইংল্যান্ড ইস্যুতে পোপ ফ্রান্সিস এর নিন্দা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১ | ৬:৪৪ অপরাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ
আফগানিস্তান ও ইংল্যান্ড ইস্যুতে পোপ ফ্রান্সিস এর নিন্দা

আফগানিস্তান ও ইংল্যান্ডে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

রবিবার(১৭ অক্টোবর)নরওয়ে, আফগানিস্তান এবং ব্রিটেনে সাম্প্রতিক মারাত্মক হামলার ঘটনায় নিন্দা ও নিহতদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশ করে সহিংসতাকে সবার জন্য পরাজয় বলে অভিহিত করেছেন।

ফ্রান্সিস বলেন,‘আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে সহিংসতার পথ ত্যাগ করুন, যা সর্বদা পরাজিত হয় এটি সবার জন্য পরাজয়। আসুন আমরা মনে রাখি সহিংসতা সহিংসতা সৃষ্টি করে।’

তিনি বলেন,গত সপ্তাহে নরওয়ে, আফগানিস্তান, ইংল্যান্ডে বিভিন্ন হামলা চালানো হয়েছিল, যার ফলে অনেক নিরিহ মানুষ প্রাণ হারায় এবং আহত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি আমার ঘনিষ্ঠতা প্রকাশ করছি। নরওয়েতে তীর-ধনুকের আক্রমণে পাঁচজনের মৃত্যু এবং তিনজন আহত হয়। দক্ষিণ আফগানিস্তানে একটি মসজিদে একটি আত্মঘাতী বোমা হামলায় ৪৭ জন নিহত এবং আরো অনেকেই আহত হয়েছে। ইংল্যান্ডে একজন ব্রিটিশ আইনপ্রণেতাকে একটি গির্জায় অবস্থানকালে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

ফ্রান্সিস তার বক্তব্যে উল্লেখ করেন, নরওয়েজিয়ান পুলিশ কংসবার্গ শহরে গণহত্যা নিয়ন্ত্রণের ব্যর্থ হওয়ার জন্য সমালোচিত হয়েছে। যেখানে হামলাকার ঘটনায় ৫ জন নিহত হয়। আফগানিস্তানের দক্ষিণে কান্দাহার প্রদেশের একটি শিয়া মসজিদে বোমা হামলায় নিহতদের স্বজনরা ক্ষমতাসীন তালেবানদের তাদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। সর্বোপরি রবিবারের সাপ্তাহিক বক্তব্য তিনি বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা এড়ানোর আহবান জানান।

সম্পর্কিত পোস্ট