রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু বৃহস্পতিবার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২ | ৮:৫১ অপরাহ্ণ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ | ৮:৫১ অপরাহ্ণ
আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক পানি সম্মেলন।  বেসরকারি সংস্থা একশনএইড বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘তিস্তা নদী অববাহিকা: সংকট উত্তরণ ও সম্ভাবনা’। অনলাইন প্ল্যাটফর্মে এ সম্মেলন চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একশনএইড জানায়, এবারের সম্মেলনে তিস্তা নদীর অববাহিকায় সংকট ও সম্ভাবনার ওপর আলোচনা হবে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, দাতা সংস্থা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, সুশীল সমাজ, শিক্ষাবিদ, পানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং তৃণমূল পর্যায়ের মানুষ অংশ নেবেন। বাংলাদেশ ছাড়াও জাপান, সুইডেন, ব্রুনাই, নেপাল ও ভারতের বিশেষজ্ঞরা এতে বক্তব্য রাখবেন।


সম্পর্কিত পোস্ট