প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার(২০ ফেব্রুয়ারি) ‘একুশে পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ১৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এ আন্দোলনের সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার উদ্যোগে ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। ভাষা আন্দোলনের পথ বেয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়।
তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের ওপর বারবার আঘাত আসে। জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা আসায় বড় পরিসরে শিল্প-সাহিত্যের চর্চা সম্ভব হচ্ছে।
আওয়ামী লীগ সরকার ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিকাশে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
পদকপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সরকারপ্রধান বলেন, সমাজে অনেক গুরুজন আছেন, যাদের নাম অনেকে জানেন না। তাদের অবদানকে স্মরণ করতে হবে। তাদের পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে করণীয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে বাঙালি জাতি এগিয়ে যাবে।