বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের অভিষেক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১ | ১২:৪৪ পূর্বাহ্ণ আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ | ১২:৪৪ পূর্বাহ্ণ
আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের অভিষেক

আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ডিসেম্বর শারজাহ আল হুদায়বিয়া রেস্টুরেন্টে দুই পর্বে বিভক্ত এ সম্মেলনে সভাপতিত্ব করেন যথাক্রমে সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী ও হাফেজ মুহাম্মদ আজম।

স ম হারুনুর রশিদ ও হাফেজ মুহাম্মদ জালাল উদ্দিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মসলিসে শুরা সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর।

শপথ গ্রহণ পর্ব শেষে উপস্থিত নির্বাচিত সদস্যগণ নির্বাহী সদস্যগণ ও প্রেসিডিয়াম সদস্যগণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা ফজলুর কবির চৌধুরী বলেন, খোদ্দামুল মুসলেমীন দীর্ঘদিন ধরে আমিরাতে সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জনকল্যাণে দেশে কিছু বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে এর ব্যাপ্তি ছড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর বলেন, বসে থাকার সময় নেই, সুন্নিয়তের প্রচার প্রসারে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ আজম, সাবেক সাধারণ সম্পাদক স ম হারুনুর রশিদ, মহাসচিব হাফেজ জালাল উদ্দিন খান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ নাসির উদ্দিন সিকদার, সাংগঠনিক সচিব মুহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সচিব প্রকৌশলী মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহ-অর্থ সচিব ওমর ফারুক রেজা, প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা মুহাম্মদ আবু ছালেহ জঙ্গী, সহ-প্রচার ও প্রকাশনা সচিব আমান উদ্দিন নয়ন, দপ্তর সচিব মুহাম্মদ ফোরকানুল করিম, সহ দপ্তর সচিব মুহাম্মদ জয়নাল আবেদিন, আন্তর্জাতিক বিষয়ক সচিব মুহাম্মদ নুরুল আলম, প্রেসিডিয়ার সদস্য আলহাজ্ব মাওলানা আবুল হাশেম, আলহাজ্ব মাওলানা ফজলুল আজিম, আলহাজ্ব মোহাম্মদ হারুন, আলহাজ্ব মাওলানা তৈয়ব সিরাজী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট