খেলা নিয়ে মাতামাতি কখনও কখনও উন্মাদনার পর্যায়ে চলে যায়। আন্তর্জাতিক পর্যায়ের কোনো আসর হলে তো কথাই নেই। তখন উন্মাদনাই যেন স্বাভাবিক। করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় ভারত থেকে সরিয়ে এবারের টি-২০ বিশ্বকাপ আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে।
টি-টুয়েন্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং এই খেলায় ব্যাটসম্যানদের চার-ছক্কার বৃষ্টিপাত দেখে দর্শকরা আনন্দে মেতে ওঠেন।
আজ ওমানের সঙ্গে খেলবে টিম টাইগার। বাছাই পর্বের ১ম হারের পরও প্রবাসীরা তাকিয়ে আছে ওমানে মাঠে কিছু একটা করে দেখাবে বাংলাদেশ। সেই আশা নিয়ে আজ মাঠে যাবে বাংলাদেশ সমর্থকরা। দর্শক সারির প্রবাসী বাংলাদেশিরা কেউ কাজ থেকে ছুটি নিয়েছেন, কেউবা আবার কাজ শেষ করে মাঠে যাবেন।
বিশ্বকাপ নিয়ে প্রবাসী হেলাল উদ্দিন সময়ের সংলাপকে জানান, টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হার যদিও আমাদের কষ্ট দিয়েছে তবে আশা করছি শেষ পর্যন্ত বিজয় আমাদের হবে।
বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি বলেন, আমরা চাই দল ভাল খেলুক। কারণ কোটি মানুষের হৃদয়ে গেঁথে গেছে ক্রিকেট। যখন দল জিতে যায় তখন আনন্দ পাই। আবার হেরে গেলে মন খারাপ হয়। প্রত্যাশা করছি, আজ ভাল করবে বাংলাদেশ।
প্রবাসী মাসুদ বলছেন, ফুটবলে অনেক সময় দেখা যায় কোনো কোনো দল প্রথম রাউন্ডে হারতে হারতেই তারা জিতে যায়। খেলে ফাইনালেও। হয়ত বাংলাদেশ দলও এবার টি-২০তে তেমন নজির দেখাবে।