শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

আজ থেকে শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ
আজ থেকে শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা

আজ থেকে শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথমবর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। চবির ছয়টি ইউনিট ও উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসনের জন্য এবার আবেদন করেছেন এক লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী।

স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েকটি শিফটে অনুষ্ঠিত হবে। চবি সূত্রে জানা গেছে, প্রতিটি শিফটে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। সকালের শিফটে ভর্তিচ্ছুরা পৌনে ১০টায় কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

অন্যদিকে, দুপুরের শিফটে সোয়া ২টায় কেন্দ্রে প্রবেশ করবেন ভর্তিচ্ছুরা। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে ৩টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে সাড়ে ৩টায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

চবি’র উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, ‘বরাবরের মতো ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চবি প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করি।’

সম্পর্কিত পোস্ট