বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১:১১ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১:১১ অপরাহ্ণ
আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।
আওয়ামীলীগের এক বিবৃতিতে বলা হয়, দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। কোনো ধরনের লোকসমাগম ছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার তৃতীয় ধাপের ১০০৭ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সম্পর্কিত পোস্ট