রাত পোহালে ওমানে যে পর্দা উঠবে ২০২১ টি ২০ বিশ্বকাপের। করোনার পরিস্থিতির কারণে ভারত থেকে এবারের আসর সরে যায়। এই সুযোগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কিছু ম্যাচ আয়োজনের অনুমোদন পায় ওমান।
প্রথম আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের উদ্বোধন হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ওমানের রাজধানী মাসকাটের ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তিন হাজার দর্শক ধারণ ক্ষমতার আল আমেরাত গ্রাউন্ডে প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ ওমানের আল আমেরাতে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ দিয়ে শুরু হবে টি ২০’র মহাউসৎব। বাংলাদেশ সময় বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের প্রতিপক্ষ নবাগত পাপুয়া নিউগিনি। রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের চার দল শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া মাঠে নামবে সোমবার। ‘এ’ গ্রুপের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুই ভেন্যু আবুধাবি ও শারজায়।
এবারের টি-২০ বিশ্বকাপে ১৬টি দল অংশ নিলেও প্রথম রাউন্ডে খেলবে র্যাংকিংয়ে পিছিয়ে থাকা আট দল। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল পাবে পরের রাউন্ডের টিকিট। শীর্ষ আট দল সরাসরি খেলবে সুপার টুয়েলভ পর্বে।
২২ অক্টোবর প্রথম রাউন্ড শেষে ২৩ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভের আসল লড়াই। ১২ দলের এই পর্বেও রয়েছে দুটি গ্রুপ। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনাল। সুপার টুয়েলভ থেকে বিশ্বকাপের সব ম্যাচ হবে আরব আমিরাতের তিন ভেন্যুতে।
২৩ অক্টোবর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের ধুন্ধুমার লড়াই। ২৪ অক্টোবর আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি মাঠে নামবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে ভারত-পাকিস্তান।