প্রবাসে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি করতে আর দেশীয় প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের ঈশাল সুপার মার্কেট খোলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আজমান ফ্যাক্টরী মলে এই সুপার মার্কেট চালু করা হয়।
ফিতা কেটে সুপার মার্কেটটির উদ্বোধন করেন আমিরাতি স্পন্সর শেখ সুলতান নাসের হুমাইদ রাশেদ আল নুয়াইমি।
এ সময় উদ্বোধনে উপস্থিত ছিলেন, কনস্যুল জেনারেল বি এম জামাল হোসেন, সিআইপি মোহাম্মদ মাহাবুব আলম, মীর কামাল,মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ আল আমিন প্রমুখ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ পলাশ প্রবাসে দেশ ও জাতির সেবায় এ উদ্যোগ নিয়েছেন বলে জানান।
প্রবাসে দেশীয় পণ্যের বাজার ও দেশীয় প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করে রেমিট্যান্স বৃদ্ধি করে দেশ ও জাতির সেবায় দেশীয় পণ্য সামগ্রীর বিপুল সমাহার নিয়ে এ প্রতিষ্ঠান চালু করেন তিনি।