আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠা সব দল সরাসরি খেলবে পরের বিশ্বকাপে। তবে সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮ দল। বাকি ৪ দলকে খেলতে হবে প্রথম রাউন্ড। ১৫ নভেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি সুপার টুয়েলভে খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। উইন্ডিজদের এই হারে র্যাংকিংয়ের আটে উঠলো বাংলাদেশ। এতে ২০২২ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে ভরাডুবির পর ৯ নম্বরে নেমে যায় টাইগাররা। আজ ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় র্যাংকিংয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২৩২। অন্যদিকে, দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ২২৬। ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাকিস্তান।