বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

আকিজ গ্রুপের ঘোষণা সংবিধান বিরোধী : জাসদ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ১২:৪০ অপরাহ্ণ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ১২:৪০ অপরাহ্ণ
আকিজ গ্রুপের ঘোষণা সংবিধান বিরোধী : জাসদ

ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্রুপে চাকরি করতে হলে ‘হিজাব পরা বাধ্যতামূলক’ বলে প্রকাশিত খবরে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে বলেন, আকিজ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা ভিন্ন ধর্মের রয়েছেন বা মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে যারা হিজাব পরেন না তাদের হিজাব পরতে বাধ্য করা হবে, যা দেশের সংবিধান বিরোধী।

তারা বলেন, বাংলাদেশের সংবিধান ধর্ম-বর্ণ-জাতি-সংস্কৃতি-অঞ্চল-লিঙ্গ ভেদে কোনো নাগরিকের প্রতি কোনো ধরনের বৈষম্যকে প্রশ্রয় দেয় না।

আকিজ গ্রুপের সংবিধান বিরোধী এ ঘোষণার বিষয় তদন্ত করে দেখা এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সম্পর্কিত পোস্ট