
ওমানে অনবস্থারত অবৈধ বাংলাদেশি নাগরিকরা বিনা জরিমানায় ওমান ত্যাগ করার মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। আউট পাস নিতে আগ্রহী প্রবাসীদের সার্বিক সহযোগিতা করবে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।
গত বছরের ১৫নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত দেশটির সরকার অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসে। সেসময় থেকে বিনা জরিমানায় ওমান ত্যাগের সুযোগ পান ভিসাহীন প্রবাসীরা। তবে করোনা পরিস্থিতির কারণে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক না থাকায় এই সুযোগ প্রত্যাশী প্রবাসীরা বিপাকে পড়েন।
পরে বাংলাদেশ দুতাবাস থেকে ওমান সরকারের উচ্চ পর্যায়ে একাধিকবার আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে দূতাবাসের অনুরোধে সাড়া দিয়ে সাধারণ ক্ষমার মেয়াদ পুনরায় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে দেশটির শ্রম মন্ত্রণালয়। নির্ধারিত এই সময়ের মধ্য যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধন করে অবৈধ বাংলাদেশিরা বিনা জরিমানায় ওমান ত্যাগ করতে পারবেন।
গত ১৩ অক্টোবর মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ওমানে অবৈধভাবে বসবাসরত যে সকল বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরে যেতে আগ্রহী তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দূতাবাসের বর্ণিত নিয়মে ওমান শ্রম মন্ত্রণালয়ের ওয়েব সাইটে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এরপর দূতাবাস থেকে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করে দূতাবাসের নির্ধারিত স্থানে জমা করতে হবে। আবেদন ফরমের সাথে পাসপোর্ট ব ওমানি আইডি অথবা বিএমইটির স্মার্ট কার্ডের কপি, বিমানের টিকেট বুকিংয়ের কপিসহ সদ্য তোলা দুই কপি ছবি জমা করতে হবে। দূতাবাস আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত তারিখ ও সময়ে ওমান ত্যাগের অনুমিত পত্র প্রদান করবে।