শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ
আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। আজ নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ দল থেকে জায়গা করে নিয়েছেন সাকিব। বাকি তিন ক্রিকেটার—পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে ইয়ানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।

যদিও এ বছর সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ ভালো খেলতে পারেননি। ৩ ম্যাচে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ১৯ রান করেন।
তবে জিম্বাবুয়ের মাঠে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৪৫ রানের পাশাপাশি ৮ উইকেট নেন। সে সিরিজে এ বছর দ্বিতীয়বারের মতো নিজের সিরিজসেরার পুরস্কার নেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারেতে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচ জেতান তিনি। ৪২ রানে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট হাতে করেছিলেন ৯৬ রান।

পাকিস্তান অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম এ বছর ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান। দুটি শতক ও একটি অর্ধশতকও তুলে নিয়েছেন। এ বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাবরের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ২-১ ব্যবধানে জয়ের সিরিজে প্রথম ও শেষ ম্যাচে দারুণ ব্যাট করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও চওড়া ছিল বাবরের ব্যাট। শেষ ম্যাচে দল হারলেও তুলে নিয়েছিলেন চোখ ধাঁধানো শতক।

দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান ইয়ানেমান মালান ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯ রান। দুটি করে শতক ও অর্ধশতক আছে। গত বছরই ওয়ানডেতে অভিষিক্ত মালান খুব দ্রুতই প্রোটিয়া দলে এ সংস্করণে নিজের জায়গা পোক্ত করেছেন। আইরিশ ওপেনার পল স্টার্লিং ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান। তিনটি শতক ও দুটি অর্ধশতক এ বছর তুলে নেন তিনি।

ওয়ানডেতে এ বছর পল স্টার্লিং-ই সর্বোচ্চ রান সংগ্রাহক। দুইয়ে মালান। তিনে তামিম ইকবাল থাকলেও তিনি মনোনয়ন পাননি। এ বছর ১২ ম্যাচে ৩৮.৬৬ গড়ে ৪৬৪ রান করেন তামিম। একটি শতক ও ৪টি অর্ধশতক তুলে নেন তিনি।

সম্পর্কিত পোস্ট