বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

অস্ত্র- মাদক বন্ধে প্রয়োজনে গুলি চালাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১ | ৬:৩৬ অপরাহ্ণ আপডেট: ২২ অক্টোবর ২০২১ | ৬:৩৬ অপরাহ্ণ
অস্ত্র- মাদক বন্ধে প্রয়োজনে গুলি চালাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্রের ব্যবসা বন্ধে প্রয়োজনে গুলি করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সিলেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি বড় সভা হয়েছে। এরপরও ঘটছে দুর্ঘটনা, এটা খুবই আতঙ্কের বিষয়। বিভিন্ন লোক বলছেন ওখানে মাদকের ব্যবসা হয়। আবার কেউ কেউ তথ্য দিয়েছেন, কিছু উইপন ও বন্দুকটন্দুকও আনা হয়। আমরা এসব নিয়ে গতকাল আলোচনা করেছি। আমার প্রস্তাব হলো, এই ড্রাগ ও অস্ত্র আসা পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছুড়তে হবে। অনেক লোক (রোহিঙ্গা) ফেরত যেতে চান না, তাঁদের স্বার্থে আঘাত লাগে।’

৫ অক্টোবর সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধ না হলে গুলি চালানোর কথা বলেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলে মানব, মাদক ও অস্ত্রের চোরাচালান বন্ধ হবে। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তবে আমার প্রস্তাব হলো, এই ড্রাগ ও অস্ত্র আসা পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছুড়তে হবে।’

সম্পর্কিত পোস্ট