প্রকাশ: ৩ এপ্রিল ২০২২ | ১০:১৪ অপরাহ্ণ আপডেট: ৩ এপ্রিল ২০২২ | ১০:৫৮ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার সিডনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি কুরআনে হাফেজ নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রহমান। সে সিডনীর ক্যান্টারবেরি ব্যাঙ্কটাউন সিটির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার দারুল উলুম জামে মসজিদের খতমে তারাবিহ’র হাফেজ ছিলেন।
গত (শনিবার) ২ এপ্রিল প্রথম রমজানে আব্দুর রহমানসহ দু’জন ঐ মসজিদে তারাবিহ নামাজ পড়ান।
এর পর রাতে তারা দু’জন প্রাইভেট কারে করে ওলংগং যাওয়ার পথে লিভারপুল-ওলংগং সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই মারা যান হাফিজ আব্দুর রহমান। তার বয়স অনুমানিক ২০ বছর বলে জানা গেছে। আহত অপর হাফেজের বয়সও ২০ বলে জানান দারুল উলুম জামে মসজিদের কমিটির কর্মকর্তারা।
বর্তমানে তার চিকিৎসা চলছে।
নিহতের মরদেহ লিভারপুল হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
সংলাপ-০৩/০৪/০০৩/আ/আ