অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মেদ আসলাম মোল্লার কুরআন তেলয়াতের মাধ্যমে শুরু হয় সভা। এইসময় বিবিধ আলোচনায় অংশ নেন মোহাম্মেদ আসলাম মোল্লা, ড. রতন কুণ্ডু, আতিকুর রহমান, হাজী মোহাম্মদ দেলোয়ার, দিলারা জাহান, মোহাম্মদ জিয়াউল কবির, এস এম দিদার হোসেন, সুহৃদ সোহান হক, নাইম আবদুল্লাহ প্রমুখ।
সংগঠনের সদস্যরা কোভিড পরবর্তী স্থবরতা কাটিয়ে উঠতে আলোচনায় সাধারণ সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচী, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ মিডিয়া পার্টনার হিসেবে সংবাদ পরিবেশন, সকল সদস্যদের সম্পৃক্ত করে বছরে অন্ততঃ একটি অনাড়ম্বর অনুষ্ঠান, অনলাইন পোর্টাল তৈরি, সামাজিক মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম শেয়ার করা, বাৎসরিক চাঁদা নির্ধারণসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবদুল মতিন বলেন, সিডনিতে আগামী ১৩ নভেম্বর বাসভূমি আয়োজিত “সিনেমা” অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য সৌজন্যমূলক টিকেটের ব্যবস্থা থাকবে। এই সময় সবাই বাসভূমি’র কর্ণধার আকিদুল ইসলামের এই উদ্যোগকে স্বাগত জানান।
সবশেষে নৈশভোজের আমন্ত্রণ ও সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি।