বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অস্ট্রেলিয়ায় ৯৬/৯৮ ব্যাচের বসন্ত উৎসব

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ৭:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ৭:৫৩ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় ৯৬/৯৮ ব্যাচের বসন্ত উৎসব

অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। সিডনির ইঙ্গেলবার্ন সাবার্বের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত ৯৬/৯৮ ব্যাচের সদস্যরা স্ব-পরিবার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানকে সফল করতে আয়োজক কমিটি গত কয়েকমাস ধরে প্রস্তুতি নিয়েছেন। এই উৎসবকে ঘিরে অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬/৯৮ ব্যাচের সদস্যদের মাঝে রচনায় প্রতিযোগিতা, সংগীত পরিচালনায় ও মৌলিক গান প্রকাশ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর অস্ট্রেলিয়ার এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দুপুরের পর শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল রাফেল ড্র, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড এবং ডিজে পারফরমেন্স।

অনুষ্ঠান পরিবেশনায় অংশ নেন ৯৬/৯৮ ব্যাচের সদস্য এবং তাদের পরিবার। পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল পনি রাইড, ফেস পেইন্টিংসহ অনেক বিনোদনমূলক উপাদান। ফলে অনুষ্ঠানটি ছোটবড় সবার জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

সম্পর্কিত পোস্ট