রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়ায় স্বাধীনতা কাপ অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ৪:০০ অপরাহ্ণ আপডেট: ২৮ মার্চ ২০২২ | ৪:০০ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় স্বাধীনতা কাপ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা কাপ ক্যানবেরা ২০২২। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস ক্লাব ক্যানবেরা এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন।

চারটি দল নিয়ে স্বাধীনতা কাপের প্রথম সিজনটি অনুষ্ঠিত হয়। চারটি দলের নাম বাংলা ফাইটার্স, ক্যানবেরা সিনিয়ার্স VIII, লেজি বয়েজ এবং দ্যা লিজেন্ডস।

বাংলাদেশ এবং তার সংস্কৃতিকে খেলাধুলার মাধ্যমে তুলে ধরার প্রয়াস নিয়ে বাংলাদেশ স্পোর্টস ক্লাব ক্যানবেরা অনুষ্ঠানিক ভাবে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রথম সিজনে ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে লেজি বয়েজকে হারিয়ে বিজয়ের মুকুটটি দ্যা লিজেন্ডস নিজেরদের করে নেয়। এই ম্যাচে তারা ৩ উইকেটে পরাজিত করে লেজি বয়েস চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায়। টুর্নামেন্ট সেরা আনুক ম্যাট্রিও, সেরা ব্যাটসম্যান ফয়সাল আমিন এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন তানভীর বাসার।

শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ স্পোর্টস ক্লাব ক্যানবেরা সফল ভাবে বাংলা ফুটবল ব্যাশ ২০২১, বাংলা ব্যাডমিন্টন ব্যাশ ২০২১ আয়োজন করে আসছে। এ ছাড়াও বাংলা ওয়ারিয়র্স ক্যানবেরা নামে তাদের একটা নিজস্ব ক্রিকেট দল ক্যানবেরার বিভিন্ন সামাজিক ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, স্বাধীনতা কাপ ক্যানবেরার উদ্দেশ্য হল বাংলাদেশের স্বাধীনতা এবং তার স্মৃতিকে স্মরণ করা।বাংলাদেশী তরুণ যাদের বেড়ে উঠা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের কাছে স্বাধীনতা এবং তার ইতিহাস তুলে ধরার প্রেরণা নিয়ে ক্লাবটির স্বাধীনতা কাপের এই আয়োজন। এবং আগামী বছরগুলোতে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রবিউল ইসলাম, লোদী খান এবং ইরফান খান ক্লাবের অগ্রগতি নিয়ে খুব সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এর পরবর্তী আয়োজন বাংলা ফুটবল ব্যাশ ২০২২ মে মাসে অনুষ্ঠিত হবে।

সংলাপ-২৮/০৩/০০৪/আ/আ

সম্পর্কিত পোস্ট