রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়ায় বৈশাখী মেলা অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৬:৫১ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৬:৫১ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় বৈশাখী মেলা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হল এ বছরের প্রথম বৈশাখী মেলা। বাংলাদেশিদের বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা’র (ব্যাক) আয়োজনে ২৭ মার্চ ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এই মেলাতে হাজারো বাংলাদেশির সমাগম ঘটে। দেশটির চলমান স্বাস্থ্যবিধি মেনে মেলায় উপস্থিত দর্শকদের মধ্যে বাঙালিয়ানা আমেজ ফুটে ওঠে। মেলায় দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনে নাচগানে মেতে ওঠে মেলায় আগত ব্যক্তিরা।

মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে বসে দেশীয় পণ্যের স্টল। এ ছাড়া বাঙালির ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে।

মেলা আয়োজন প্রসঙ্গে ব্যাক এর সভাপতি জিয়াউল হক বাবলু মেলায় উপস্থিত সকলকে এই মেলা সফল করার জন্য ধন্যবাদ এবং সংগঠনের সকল সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান।

সংলাপ-২৭/০৩/০১১/আ/আ

সম্পর্কিত পোস্ট