মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ লেডিস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ৮:৩০ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ৮:৩০ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ লেডিস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া ২৪ এপ্রিল (রবিবার) সিডনির মিন্টোস্থ বিডি হাব সিডনির কমিউনিটি হলে ইফতার মাহফিলের আয়োজন করে।

সংগঠনের সভাপতি রাহেলা আরেফিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিরীন আক্তার মুন্নীর সার্বিক ব্যবস্থাপনায় ইফতারের আগে ক্লাবের সদস্য ও পরিবারবর্গ তাদের নিজ পরিবার ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করে।

সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. শায়লা ইসলাম জানান, আমরা গত দুই মাস যাবৎ আগামী ২৮ মে ঢাকার একটি সুপারসপের আদলে সিডনিতে একটি সুপারসপ করার ঘোষণা দিয়ে প্রচার চালিয়ে আসছি। এরই মধ্যে অন্য একটি সংগঠনের কর্ণধার গত সপ্তাহে টেলিফোনে ওই একই দিনে একটি অনুষ্ঠান করবেন জানিয়ে তারিখটি পরিবর্তন করার অনুরোধ করেন।

ডা. শায়লা ইসলাম আরও বলেন, ইতিমধ্যে আমরা আগামী ২৮ মে সুপারসপের সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তারপরেও অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী ৪ জুন (শনিবার) নতুন তারিখ ঘোষণা করছি।

পূর্বের ঘোষণা অনুযায়ী মীনা বাজারের স্থান : Liberty Hill Christian Centre, 2A Brunker Road ,Chullora, NSW 2190, সময় দুপুর ১২ টা থেকে রাত ১১টা। মীনা বাজারের সকল আয়োজন অপরিবর্তিত থাকবে। তিনি এই মীনা বাজারকে সফল করে তুলতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া এই মীনা বাজারের থেকে সংগৃহীত অর্থ নারীদের কল্যানে ব্যয় করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া গত বছর তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এই সংগঠনটি নারী বিষয়ক সেমিনার, বিভিন্ন গুণীজনের সংবর্ধনা সহ নারীদের কল্যানে বিভিন্ন কর্মকান্ডে তাদের সম্পৃক্ত রেখেছে। সম্প্রতি তারা ইউক্রেন ওমেন্স এসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের জন্য ফান্ড রাইজিং এ ফুড হ্যাম্পার সরবরাহ করে।

সম্পর্কিত পোস্ট