বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

জঙ্গি তৎপরতার অভিযোগ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের ৫ বছরের সাজা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ৪:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ৪:৩৪ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের ৫ বছরের সাজা

জঙ্গি তৎপরতার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় নাগরিককে কারাদ দিয়েছেন দেশটির আদালত। গতকাল সোমবার দেশটির নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট নওরোজ আমিন নামে ওই তরুণকে পাঁচ বছর চার মাসের কারাদ দিয়েছেন। খবর এবিসি নিউজের।

স্বজনদের জঙ্গিবাদে দীক্ষা দিতে ২০১৬ সালে বাংলাদেশে ফেরার চেষ্টার সময় নওরোজকে আটক করে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। তখন তার লাগেজে তল্লাশি চালিয়ে সন্দেহজনক জিনিসপত্র পাওয়া যায় বলেও জানানো হয় অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে।

পুলিশের ভাষ্য, নওরোজের স্যুটকেসে ইসলামিক স্টেট (আইএস) প্রকাশিত সাময়িকী এবং সন্ত্রাসবাদের তথ্য সংবলিত ইউএসবি ড্রাইভ পাওয়া যায়। পরে বিদেশি রাষ্ট্রের সীমানায় গিয়ে উগ্রবাদে লিপ্ত হওয়ার চেষ্টাসহ তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে দেশটির পুলিশ।

৩০ বছর বয়সী নওরোজ সন্ত্রাসী কাজে যোগ দেওয়ার পরিকল্পনা এবং কাস্টমস আইন ভঙ্গের দায় স্বীকার করেছেন বলেও জানায় তারা। তিনি অস্ট্রেলিয়ার ইঙ্গেলবার্নে বসবাস করছিলেন। পুলিশ তার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় হামলার পরিকল্পনার অভিযোগ আনে। তবে বিচারক তা নাচক করে দিয়ে বলেছেন, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

নওরোজ দাবি করেছেন, তিনি নিজের নাম জাহির করতে এসব করছিলেন। আগামী জুনে তিনি মুক্তি পেতে পারেন।

সম্পর্কিত পোস্ট