অস্ট্রেলিয়ার সিডনিতে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি ও অস্ট্রেলিয়ান অতিথিরাও।
বাংলাদেশি নারীদের সমন্বয়ে গঠিত উইমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়া দিবসটি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ ও সম্মাননার আয়োজন রাখা হয়। সিডনির ব্যাংকসটাউনে জাঁকজমকপূর্ণ পরিবেশে তুলে ধরা হয় বাংলাদেশেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কবিতা আবৃত্তি, স্বাধীনতার গান, দলীয় পরিবেশনা ও নৃত্যের সমন্বয়ে ফুটিয়ে তোলা হয় বাংলা আবহ। দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা।
অনুষ্ঠানে বিদেশি অতিথি ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমান ও সাবেক কাউন্সিলর, বাংলাদেশি ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট জেনারেল মাসুদুর রহমান, আদিবাসী নেতা ফিল দত্তি, সংসদ সদস্য ডেভিড কোলম্যান, অধ্যাপক অরুপ রতন চৌধুরীসহ আরও অনেকে।
উইমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়ার পক্ষে আয়োজক সাজেদা আক্তার অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। আয়োজনের নেপথ্যে কাজ করেন সাবেক কাউন্সিলর শাহেনুজামান টিটু। অনুষ্ঠানের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা দিতে সপ্তক হোমসসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসে। আগামীতে এ ধারাবাহিকতা ধরে রাখবেন বলে জানান আয়োজকরা।
সংলাপ-২৬/০৩/০১৩/আ/আ